বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। সোমবার (১৯ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের শুটকি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত একজনের নাম হাফিজ উল্লাহ।
তিনি আজরিমীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য। তাৎক্ষণিকভাবে অন্য জনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুকটি ব্রিজ এলাকায় চান্দের গাড়িটি পাশের খাদে পড়ে পানির নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই হাফিজ উল্লাহ নিহত হয়। অন্য একজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।