হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে খোয়াই নদীর পানি অব্যাহতভাবে বাড়ছে । এভাবে পানি বাড়তে থাকলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উপচানোর আশংকা করছে পানি উন্নয়ন বোর্ড। ফলে মাইকিং করে শহরবাসীকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, নদীর উজানে ভারত অংশ থেকে নেমে আসা ঢলে খোয়াই নদীর পানি বাড়তে শুরু করেছে । বাংলাদেশ অংশে জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে মারাত্মক ভাবে পানি বাড়ছে। সোমবার বিকাল ৩টায় জেলা শহররক্ষা বাঁধের মাছুলিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১০০ সি :টমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী মো. তাওহিদুল ইসলাম জানান, বাল্লা সীমান্তে যেভাবে পানি বাড়ছে তাতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উপচানোর আশংকা রয়েছে । এ জন্য অতিসতর্কতা হিসেবে মাইকিং করা হয়েছে । মানুষজন সতর্ক থাকলে যদি বাঁধ উপচেও যায় তবে ক্ষয়ক্ষতির পরিমান কম হবে।