নিউজ ডেস্কঃ সদ্য ছুটিতে যাওয়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার শারীরিক অবস্থা এবং তার সম্পর্কে খোঁজ-খবর জানতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়ার কাছে সাহায্য চাইবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল নয়টায় আপিল বিভাগে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে এ আবেদন করা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
বুধবার (৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সমিতির সভাপতি।
তিনি বলেন, ‘আজ (বুধবার) বৈঠকে দু’টি রেজ্যুলেশন পাস হয়েছে-এক. সমিতির সব সদস্য মিলে বৃহস্পতিবার সকাল ৯টায় আপিল বিভাগের এক নম্বর আদালতে লিখিতভাবে দিক-নির্দেশনা এবং সাহায্য কামনা করবো, কিভাবে বর্তমান প্রধান বিচারপতির অবস্থা জানতে পারি। দুই. সাবেক অনেক বিচারপতি আছেন, যারা আদালতে আসেন। তাদের অনেকেই বারের মেম্বারশিপ নিয়েছেন। তাদের মধ্যে সাবেক জ্যেষ্ঠ বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর নেতত্বে একটি প্রতিনিধি দল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করবেন।’
তবে এই প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কত এবং আগামীকাল কখন দেখা করতে যাবেন, সে বিষয়ে আগামীকালই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
বৈঠক শেষে সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘বারের পক্ষ থেকে বিভিন্ন রকম বক্তব্য আমরা দিয়েছি। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের দায়িত্ব হচ্ছে, বিচার বিভাগকে সবসময় সমর্থন করা। বিচার বিভাগের সম্মান-মর্যাদা সবকিছু রক্ষা করার জন্য দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন।’
তিনি বলেন, ‘গত কয়েকদিনের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা আইনজীবী সমিতি প্রাথমিকভাবে সভা করেছিলাম। আপনাদের আমি জানিয়েছিলাম, কমিটির সব সদস্য ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে থাকি। গত কয়েকদিনে যা কিছু কর্মকাণ্ড, আইনজীবী সমিতির সিদ্ধান্ত মোতাবেকই পরিচালনা করেছি।’
তিনি বলেন, ‘প্রথম থেকেই বলে এসেছি, এই বার অ্যাসোসিয়েশনে আমরা রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করতে চাই না। এখানে আমাদের বক্তব্য ও কর্মকাণ্ড রাজনীতিরে ঊর্ধ্বে। যার যার রাজনীতি তার তার কাছে থাকবে। কিন্তু এই সমিতির মান-মর্যাদা, বিচার বিভাগের মান-মর্যাদা রক্ষা করার দায়িত্ব হচ্ছে অরাজনৈতিকভাবে এবং আমাদের বিচার ব্যবস্থাকে আমরা সম্মানের সঙ্গে দেখতে চাই। সম্মানের সঙ্গে সকল বিচারক দায়িত্ব পালন করুক, সেজন্য যতটুকু সাহায্য -সহযোগিতা আমরা অতীতে করেছি, আগামী দিনেও করতে চাই। এখনও করছি।’
জয়নুল আবেদীন বলেন, ‘গতকালই (মঙ্গলবার) বলেছিলাম, আরও বৃহত্তর পরিসরে আলাপ-আলোচনা করার জন্য। যথারীতি আজ (বুধবার) বিকাল চারটায় জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে বসেছিলাম। সেখানে ৩৮ জন আইনজীবী ছিলেন। তাদের মধ্যে সাবেক কয়েকজন বিচারপতিও ছিলেন। তারাও বিভিন্ন রকম মতামত দিয়েছেন। সবার বক্তব্য নিয়ে আমরা এই রেজ্যুলেশন নিয়েছি।’
বৃহস্পতিবার বিকাল চারটায় সিনিয়র আইনজীবীদের নিয়ে আবারও মিটিং করা হবে বলেও জানান বারের সভাপতি।
সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে সিনিয়র আইনজীবীদের নিয়ে বুধবার বিকাল চারটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বারের সদস্যরা।
এছাড়া, সিনিয়র আইনজীবীদের মধ্যে সাবেক স্পিকার সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মঈনুল হোসেন, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সমিতির সাবেক সভাপতি এজে মোহাম্মদ আলী, সিনিয়র আইনজীবী গিয়াস উদ্দিন আহমেদ, সাবেক আব্দুর রাজ্জাক খান, মীর মো. নাছির, এবিএম রফিক উল্লাহসহ ৩৮জন সিনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন।