জামায়াতে ডাকা অবৈধ হরতালের প্রতিবাদে বুধবার (১১ অক্টোবর) দুপুর ১টায় মদনমোহন কলেজ ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মদনমোহন কলেজ ক্যাম্পাস থেকে শুরু নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কলেজ শহিদ মিনারে এসে এক সমাবেশে মিলিত হয়।
মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাহিত্য সম্পাদক মো. আমির হোসেন, সাবেক বিভাগীয় উপ-সম্পাদক শহিদ আকিব অপু, সাবেক সদস্য আফসর রহিম, শাহিন মিয়া, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বিজন দাস, সিলেট মহানগর ছাত্রলীগ ও মদনমোহন কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- কামরুল ইসলাম সুমন, সপেন্দ্র সরকার, হোসেন আহমদ রাসেল, সাদিকুর রহমান সাদিক, ইলিয়াছ শাহীন, মাহমুদুল সানি, বিধান কৃষ্ণ রায়, সঞ্জয় তালুকদার, দেবাশীষ তালুকদার, আব্দুল করিম সুমন, রুম্মান আহমদ, মিফতাউল হোসেন লিমন, মাজহার হোসেন, শরিফ আহমদ, অপু আহমদ, রাহেল আহমদ, সুপ্রিয় পাল রূপম, রেজাউল কবির সৌরভ, লোকমান আহমদ, সালমান আহমদ ফাহাদ, মোশাররফ হোসেন, মাছুম রুবেল, শুভ তরাত, মনির আজাদ মুন্না, মো. তানভির আহমদ, রাসেল মিয়া, মাকসুদুর রহমান নাঈম, মুহিবুর রহমান মুহিব, মো. টিটু আহমদ, মো. ওয়াহিদ, হাবিবুর রহমান রাসেল, আরিফ আরমান জিসান, সৈয়দ তাহের, জগৎ জ্যোতি রায়, জাবের আহমদ শান্ত, অন্তু রায়, ফাহাদ হোসেন সালমান, লাবিব চৌধুরী, মো. সাজ্জাদ, সায়েম আহমদ, রাহাত বক্স, রাজিব আহমদ, হাসান আহমদ, মিসবাউল হক, হোসেন আহমদ, বিশাল দে উৎস, দ্বীন ইসলাম, হাফিজুর রহমান সাব্বির, আব্দুস সালাম, মাহমুদ হাসান মুন্না, তন্ময়, অনি, রাহাত, আলিম, নীল উজ্জ্বল, পারভেজ, টিপু, শাহিন আহমদ, অপু শাহ, রায়হান আহমদ, শাওন চক্রবর্তী, নির্ঝর মালাকার, নবজিৎ পাল, লহিদুল হোসেন, সোহাগ, মনিরুজ্জামান মুন্না, জয়, রাব্বি, নাইম আহমদ চৌধুরী, সাকিল আহমদ, শুভ, সায়েরা বেগম, তৃষা আক্তার, মোহন দেব প্রিয়া, পাপিয়া আক্তার প্রমুখ। -বিজ্ঞপ্তি