নিজস্ব প্রতিবেদক: সিলেট র্যাব-৯ এর একটি দল বিয়ানীবাজারে ফতেহপুর গ্রামের অভিযান চালিয়ে ২৪২০ পিস ইয়াবা ও ৫৮ গ্রাম হোরোইনসহ মাদক ব্যবসায়ী আব্দুর রহমান ওরফে মনুকে (৩৫) গ্রেফতার করেছে। সে ওই গ্রামের মৃত মোছাব্বির আলীর ছেলে।
শনিবার (১৪ এপ্রিল) বিয়ানীবাজার থানা পুলিশ মাদক ব্যবসায়ী মুনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে র্যাব শুক্রবার (১৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, উদ্ধারকৃত ২৪২০ পিস ইয়াবার মূল্য ১২ লাখ ১০ হাজার টাকা এবং ৫৮ গ্রাম হেরোইনের মূল্য ৫ লাখ ৮০ হাজার টাকা।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক মনিরুজ্জামান (গণমাধ্যম) জানান- দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছে গ্রেফতারকৃত আব্দুর রহমান ওরফে মনু। প্রাথমিকভাবে সে র্যাবের কাছে বিষয়টি স্বীকারও করেছে।