শনিবার রাতে নগরীর কোমারপাড়া পয়েন্টে, নিজদলীয় সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে নিহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু (৩২)। এসময় আহত ছাত্রদলের আরও দুই কর্মী জাকির হোসেন উজ্জ্বল (২৮) ও সালাউদ্দিন লিটন (২৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাজু আরিফুল হকের বিজয় মিছিলে গাড়ীতেও ছিলেন নিহত রাজু। নিহত ফয়জুল হক রাজুর শনিবার সন্ধ্যা থেকে রোববার বিকেল পর্যন্ত তোলা সকল ছবি ক্যামেরায় ধারন করেছেন আমাদের নিজস্ব আলোকচিত্রী।

মেয়র আরিফুল হক চৌধুরীর বিজয় মিছিলে গাড়ির পিছনে নিহত ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু।

হাসপাতালে ফয়জুল হক রাজুকে মৃত ঘোষনার পর লাশ কে ঘিরে সহকর্মীদের আহাজারী।

রাজুর লাশ মর্গে নিয়ে যাওয়া হচ্ছে।

ময়নাতদন্ত শেষে হাসপাতাল এলাকায় রাজুর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।

বিকেল সাড়ে ৩টায় উপশহরে রাজুর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।