সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের মাতা মোছা. নুরজাহান আব্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এ.কে.এম. মাহমুদুল হাসান সানি ও সাধারণ সম্পাদক মো. মিফতাহুল হোসেন লিমন।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত বুধবার রাত ৯টায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মাসুক উদ্দিন ও আসাদ উদ্দিনের মাতা মোছা. নুরজাহান আব্বাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৫ বছর।