নিজস্ব প্রতিবেদক: আমার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে নুন্যতম ধারণা নেই অর্থমন্ত্রীর। তিনি আমার সম্পর্কে না জেনেই এমন মন্তব্য করেছেন। ‘সিরাজ-ফরাসউদ্দীন আর ইউজলেস নেইম’ অর্থমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
বুধবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে আমরা অভিভাবকসুলভ আচরণ ও কথাবার্তা আশা করি। আমার রাজনীতির ৪৫ বছর। আওয়ামী লীগের তিনবারের সাংগঠনিক সম্পাদক আমি। মহানগরে দুইবারের সাধারণ সম্পাদক। ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকও ছিলাম।
`এছাড়া যুবলীগ ও জেলা আওয়ামী লীগের নেতা ছিলাম। সেইসঙ্গে বার কাউন্সিলে দুইবার নির্বাচিত হয়ে আইনজীবীদের নেতৃত্ব দিয়েছি। আর এখন অর্থমন্ত্রী আমাকে বললেন ইউজলেস!’
সিলেট-১ আসনের সম্ভাব্য এ প্রার্থী বলেন, অর্থমন্ত্রী মনে হয় ,আমার রাজনৈতিক ইতিহাসটা জেনে এ কথা বলেননি। রাজনীতির তৃণমূল থেকে আমার এই পর্যায়ে উঠে আসা। দেশনেত্রী আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বার বার দলের সাংগঠনিক সম্পাদক করেছেন। তিনি কখনও কোনো ইউজলেস মানুষকে নেতৃত্বে নিয়ে আসেন না। তাই আমি বলবো, তিনি (অর্থমন্ত্রী) সিলেটের অভিভাবক। তার কাছ থেকে আমরা সেই রকম আচরণ ও কথাবার্তা আশা করি।
অর্থমন্ত্রীর নির্বাচনী আসনে তিনজনের মনোনয়ন চাওয়ার কথা শোনা যাচ্ছে? সাংবাদিকদের এমন একটি প্রশ্নের জবাবে মন্ত্রী তখন বলেন, ‘প্রার্থী তো থাকবেই। সেখানে আমার ব্রাদার (ড. মোমেন), ফরাসউদ্দীন ও মেজবাহ উদ্দিন সিরাজের নাম শোনা যাচ্ছে। তবে ফরাসউদ্দীন ইউজলেস নেইম। হ্যা, সিরাজ-ফরাসউদ্দীন আর ইউজলেস নেইম।’
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, ‘আগামী নির্বাচনে আমি প্রার্থী হচ্ছি না, তবে দলের জন্য কাজ করতে চাই, করে যাবো।’