জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ২২৪ জাতীয় সংসদীয় আসন সুনামগঞ্জ-১ জামালগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৮টি পূজামণ্ডপে ৪ লাখ ৮০ হাজার টাকা অনুদান প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
তিনি তার জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর নির্বাচনী এলাকায় ১৩০টি পূজামণ্ডপে প্রত্যেকটিতে এই অনুদান প্রদান করেন।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অর্থ প্রদানকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি নিজ হাতে প্রত্যেক পূজা উদযাপন কমিটির সভাপতির হাতে নগদ ১০ হাজার টাকা হস্তান্তর করেন।
সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, জেলা পরিষদ ৪ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালগঞ্জ উপজেলার সভাপতি ও ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, আ’লীগ সভাপতি মোহাম্মদ আলী, আ’লীগ নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জহিরুল হক তালুকদার, নাসিরুল হক আফিন্দী, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, আ’লীগ আসাদ আল আজাদ, গোলাম জিলানী আফিন্দি, যুবলীগ আহবায়ক আবুল খয়ের, ৪৮টি পূজা কমিটির সভাপতি সম্পাদকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালগঞ্জ শাখার সভাপতি করুণা সিন্ধু তালুকদার স্বাগত বক্তব্যে বলেন, হিন্দুদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় এমপি রতন বিগত ১০ বছরে সবচেয়ে বেশি আর্থিকসহ সকল সহযোগিতা দিয়ে আসছেন। বাংলাদেশ সৃষ্টির পর এত সহযোগিতা আমরা পাইনি। আমরা বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা তৈরি করার সৈনিক অতীতেও নৌকায় ভোট দিয়ে আসছি, নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এমপি রতনের উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে চাই।
প্রধান অতিথি শারদীয় দুর্গাপূজায় ৬টি ইউনিয়নের সকল পূজাম-প পরিদর্শনের জন্য আওয়ামী লীগ নেতৃবৃন্দদের নিয়ে উপজেলা কমিটির সভাপতির কাছে ২০ হাজার টাকা তুলে দেন। এর আগে প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা হ্যালিপ্যাড মাঠে ঐতিহ্যবাহী কুস্তি খেলা উপভোগ করেন।