নিজস্ব প্রতিবেদক: শাহপরাণ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুশিঘাট এলাকা থেকে কুখ্যাত ডাকাত মোখলেছুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ জানুয়ারি) শাহপরাণ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে পুলিশ বুধবার (২২ জানুয়ারি) তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে।
মুখলেছ কিশোরগঞ্জ জেলার নিকলি থানার রসুলপুর গ্রামের মৃত ছেনু মিয়ার ছেলে। বর্তমানে সে শাহপরাণ থানাধীন কুশিঘাট এলাকার শাহীন মিয়ার কলোনীতে বসবাস করে আসছে।
তার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি, শাহপরাণ, দক্ষিণ সুরমা, মৌলভীবাজার, হবিগঞ্জসহ বিভিন্ন থানায় ১০টি ডাকাতি মামলা রয়েছে।