নিউজ ডেস্ক: ‘রাষ্ট্রবিরোধী গুজব’ ছড়ানোয় সিলেটে মো. মাসুম আহমদ (৩৭) নামে এক যুবককে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) র্যাব-৯ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়- সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী ও সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনারের মানহানিকর ছবি পোস্ট দিয়ে ‘রাষ্ট্রবিরোধী গুজব’ ছড়ানোয় মাসুমকে সোমবার (১১ ফেব্রুয়ারি) দিনরাতে নগরের ভার্তখলা এলাকা থেকে আটক করা হয়েছে। মাসুম সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুল মুহিতের ছেলে। মাসুম দীর্ঘদিন ধরে সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।
তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।