নিজস্ব প্রতিবেদক: নগরের ফার্মেসিতে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি ফার্মেসিকে ৩৯ হাজার ৫০০শত টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক ও ইরতিজা হাসানের সমন্বয়ে নগরের মীরবক্সটুলা এলাকায় এ অভিযান চালানো হয়।
এসম মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি মূল্য রাখার দায়ে মদিনা ফার্মেসিকে ১৪ হাজার ৫০০ টাকা এবং পপুলার ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন জেলা মার্কেটিং অফিসার মোরশেদ কাদের এবং সিলেট মহানগর পুলিশ।