• মে ১০, ২০২০
  • Uncategorized
  • 420
স্পেনে পাঁচ ফুটবলার করোনা আক্রান্ত

ক্রীড়া ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা চলতি মৌসুমের লা লিগা ফের শুরুর চিন্তাভাবনা চলছে। তবে অনুশীলন শুরুর অনুমতি পাওয়ার আগে ক্লাবের সব খেলোয়াড় ও কর্মকর্তাদের কোভিড-১৯ পরীক্ষা দিতে হচ্ছে। আর সে পরীক্ষায় পাওয়া গেলো, স্পেনের শীর্ষ দুই লিগের মধ্যে মোট পাঁচজন ফুটবলার করোনা আক্রান্ত। এমনটাই জানিয়েছে দেশটির শীর্ষ ফুটবল লিগ লা লিগা।

আক্রান্ত খেলোয়াড়দের নাম প্রকাশ করা হয়নি। করোনার উপসর্গ থাকা সেসব ফুটবলারদের স্বেচ্ছা-আইসোলেশনে পাঠানো হয়েছে। তাদের কোভিড-১৯ পরীক্ষা বজায় রাখা হবে এবং যখন ফলাফল নেগেটিভ আসবে তখনই প্রতিযোগিতামুলক ম্যাচের জন্য অনুশীলনের অনুমতি দেওয়া হবে।

গত সপ্তাহ থেকে স্পেনে খেলোয়াড়-কর্মকর্তাদের করোনা পরীক্ষা শুরু হয়েছে। ধারনা করা হচ্ছে, জুন থেকে দর্শকবিহীন মাঠে ফের চলতি মৌসুম শুরু হতে পারে। তার জন্য বার্সেলোনার মতো ক্লাবগুলোর খেলোয়াড়রাও ইতোমধ্যে পৃথক পৃথকভাবে অনুশীলন শুরু করে দিয়েছে।