• জুন ৩, ২০২০
  • শীর্ষ খবর
  • 457
সিলেটে শামসুদ্দিন হাসপাতালে এলো আরও ৩টি ভেন্টিলেটর

নিউজ ডেস্কঃ সিলেটে করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্তদের চিকিৎসার জন‌্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নতুন করে আরও তিনটি ভেন্টিলেটর যুক্ত করা হয়েছে। এ নিয়ে হাসপাতালে ভেন্টিলেটরের সংখ্যা ১৪-তে দাঁড়িয়েছে।

আজ বুধবার দুপুরে এ তিনটি ভেন্টিলেটর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো হয়।

হাসপাতাল সূত্র জানায়, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রথমে দুটি ভেন্টিলেটরের ব্যবস্থা ছিল। পরে ঢাকা থেকে আরও নয়টি ভেন্টিলেটর আনা হয় এবং আজ এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরও তিনটি ভেন্টিলেটর আনা হলো।

সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বলেন, হাসপাতালে আগের ১১টিসহ নতুন যুক্ত হওয়া ভেন্টিলেটর মিলিয়ে ১৪টি হয়েছে। এখন কোভিডে আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসায় আরও বেশি সুবিধা পাবেন।