• সেপ্টেম্বর ১০, ২০২০
  • শীর্ষ খবর
  • 321
সিলেটে নতুন করে আরও ৮৪ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্কঃ সিলেটে করোনা ভাইরাসে নতুন করে ৮৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৯ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৫৫ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, আমরা ৩২৭ জনের নমুনা রিসিভ করি। এর মধ্যে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়।

অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, বৃহস্পতিবার শাবির ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ১১ জন, মৌলভীবাজারের ১৫ জন ও সিলেট জেলার ২৬ জন রয়েছেন।