- এপ্রিল ৮, ২০২০
- শীর্ষ খবর
- 829
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিজের ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত শফিক মিয়া (২৫) পেশায় বিদ্যুৎকর্মীর ছিলেন। তিনি ওই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নারায়নপুর গ্রামের ইউপি সদস্য হারিছ উদ্দিন লালু বলেন, শফিক বিদ্যুতের কাজ করতো। বুধবার সকাল ১১টার দিকে তার নিজ ঘরে বিদ্যুতের লাইনে ক্রুটি দেখা দিলে তিনি তা সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।