• এপ্রিল ৯, ২০২০
  • শীর্ষ খবর
  • 987
সিলেটে আজ থেকে দুই দিন সকল ধরণের যানচলাচল বন্ধ 

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে বন্ধ রয়েছে গণপরিবহন। এর মধ্যেি কিছু গাড়ী চলাচলে সিলেটে ছিল শীতিলতা। কিন্তু আগামি দুই দিন সিলেট শহর ও জেলার সকল স্থানে কোন ধরণের যান্ত্রিক ও অযান্ত্রিক (অর্থাৎ রিকসা) যানবাহন চলাচল করতে পারবে না। শুধু মাত্র রোগী বহনকারী এ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে।

এ নির্দেশনা জারি করেছে সিলেট জেলা প্রশাসন। এটি বাস্তবায়নে সিলেট শহরে মাইকিং করা হচ্ছে আজ বুধবার সন্ধ্যা থেকে।

গতকাল মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসন বিভিন্ন মহলকে নিয়ে এক বৈঠকে বসেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

করোনাভাইরাস বিস্তার রোধকল্পে এ বৈঠকে নানা সিদ্ধান্ত নেয়া হয়। শবে বরাতে মানুষের চলাচল বন্ধে বৃহস্পতি ও শুক্রবার সিলেট শহর ও জেলার কোথাও কোন ধরণের যান্ত্রিক ও অযান্ত্রিক ( অর্থাৎ রিকসা) যানবাহন চলাচল না করতে নির্দেশনা জারি করেন জেলা প্রশাসক।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা জানিয়েছেন, এ নির্দেশনা বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।