- এপ্রিল ১১, ২০২০
- লিড নিউস
- 1304
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেল পৌনে চারটার দিকে সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) কাজী এম. এমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না।
তিনি আরও বলেন, জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবত থাকবে। এসব আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।