• এপ্রিল ১২, ২০২০
  • লিড নিউস
  • 858
সুনামগঞ্জে এক নারী করোনা আক্রান্ত সনাক্ত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত এক নারীকে শনাক্ত করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে ওই নারীর করোনা পজিটিভ রিপোর্ট বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।

করোনাভাইরাসে আক্রান্ত নারীর বাড়ি সুনামগঞ্জের জেলার দোয়ারাবাজার উপজেলায়।

সুনামগঞ্জের সিভিল সার্জন বলেন, কয়েকদিন আগে সন্দেহভাজন নারী রোগীর নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হয়। রোববার রিপোর্ট আসে মহিলা করোনাভাইরাস পজিটিভ। এর পরেই বাড়িটি লকডাউন করা হয়। তার পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে ১৮১ জানের নমুনা সংগ্রহ করা হয়েছে।এদিকে সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী পাওয়ার পরই আজ বিকেলে করোনা নিয়ে জরুরি সভার ডাক দেওয়া হয়েছে।

আজ বিকেলেই সুনামগঞ্জ লকডাউনের মতো সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান কর্তৃপক্ষ।জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, আজ বিকেলে করোনা নিয়ে জরুরি বৈঠক আছে। বৈঠকে আমরা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেব।

তিনি জানান, করোনা শনাক্ত হওয়া রোগীর বাড়িতে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে রোগীর সার্বিক অবস্থা জানার জন্য। যদি তার শারীরিক অবস্থার অবনতি হয় তাহলে তাকে আইসোলেশনে ভর্তি করা হবে।