• এপ্রিল ১৪, ২০২০
  • শীর্ষ খবর
  • 674
করোনা: সুনামগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গেলেন জামাই

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে হোম কোয়ারেন্টিন এড়াতে পালিয়ে গেছেন এক জামাই।

মঙ্গলবার ভোরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন এক যুবক। তাঁর বাড়ি পাশের নেত্রকোনার সদর উপজেলায়। করোনাভাইরাসের এমন পরিস্থিতির মধ্যে শ্বশুর বাড়িতে জামাইয়ের বেড়াতে আসার খবর পেয়ে আশপাশের লোকজন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে জানায়। চেয়ারম্যান পুলিশ নিয়ে রাত সাড়ে আটটার দিকে ওই যুবককে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। পরে আজ ভোরে বাড়ি থেকে পালিয়ে গেছেন ওই জামাই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান বলেন, শ্বশুর বাড়িতে বেড়াতে আসা ওই জামাই হোম কোয়ারেন্টিনে থাকার ভয়ে পালিয়ে গেছেন। তবে করোনাভাইরাস সংক্রমণ রোধে ওই পরিবারকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব বলেন, জনসচেতনতা বাড়াতে ওই বাড়িতে লাল পতাকা টানিয়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। হোম কোয়ারেন্টিন চলাকালীন পরিবারটির যাতে কোনো ধরনের সমস্যায় না পড়ে, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। প্রয়োজনে ওই পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হবে। নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।