- এপ্রিল ১৪, ২০২০
- লিড নিউস
- 810
নিউজ ডেস্কঃ সুনামঞ্জের আরও এক নারী ভর্তি হয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে
মঙ্গলবার (১৪মার্চ) নতুন আরেকজনকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতালে পুণরায়
চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাড়িয়েছে ১১ জন।
৪০ বছর বয়সের এই নারী সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তার ডায়রিয়া ও সাথে কিছু জর ছাড়াও রয়েছে কিডনীতে সমস্যা বিকেলের দিকে ভর্তি হন তিনি ।
গতকাল সোমবার বিকেল পর্যন্ত শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা ইউনিটে রোগী ছিলেন ৭ জন। রাতে করোনার উপসর্গ থাকায় নতুন করে ৩ জনকে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে আরেকজন নারী ভর্তি হওয়ায় সব মিলিয়ে এখন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জন এ। এদের মধ্যে রয়েছেন ৬ জন নারী ও ৫ জন পুরুষ।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি কয়েকজনের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে। ফলাফল আসলে জানা যাবে এদের মধ্যে কেউ করোনা আক্রান্ত কি-না। আর নতুন রোগীদের নমুনা সংগ্রহ করা হয়েছে আজ। আগামিকাল বুধবার এসব নমুনা পাঠানো হবে ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে।