• এপ্রিল ১৫, ২০২০
  • বিজ্ঞপ্তি
  • 1335
করোনা আক্রান্ত হয়ে ছাতকের কৃতি সন্তান ডা. মঈনের মৃত্যুতে মিজান চৌধুরীর শোক

নিউজ ডেস্কঃ সিলেটে প্রথম করোনা আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাতক- দোয়ারাবাজার সুনামগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান চৌধুরী।

বুধবার (১৫ এপ্রিল ) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোক বার্তায় তিনি বলেন, ডা. মঈন ছিলেন ছাতকের কৃতি সন্তান ও এলাকার মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। অসহায় মানুষদের বিনামূল্যে সেবা দিতেন। জাতির শ্রেষ্ট সন্তান এ বীরের মৃত্যুতে একজন মেধাবী ডাক্তারকে হারালো ছাতকসহ সারা বাংলাদেশ।

মিজান চৌধুরী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •