• এপ্রিল ১৭, ২০২০
  • শীর্ষ খবর
  • 523
মাধবপুরে মারা যাওয়া তরুণী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার মাধবপুরে করোনা উপসর্গ নিয়ে নিয়ে মারা যাওয়া তরুণী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। তার নমুনা পরীক্ষা করে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যার দিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এইচ এম ইশতিয়াক আল মামুন তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত প্রতিবেদনে সেই তরুনীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত বুধবার উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের আলফাজ উদ্দিনের মেয়ে মাহিয়া আক্তার (১৩) জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।

পরদিন বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। পরে বিকালে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সে তরুণী করোনায় আক্রান্ত কি না তা পরীক্ষার জন্য হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •