- এপ্রিল ২০, ২০২০
- শীর্ষ খবর
- 682
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ১০টি পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় জ্যেষ্ঠ নায়েবে আমির যোবায়ের আহমদ আনসারীর জানাজায় অংশ নেওয়ায় এ গতকাল রোববার থেকে তাদের এ নির্দেশ দেওয়া হয়।
মাধবপুর উপজেলা প্রশাসন জানিয়েছে, ১৮ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় আনসারীর জানাজায় উপজেলার ১০ জনের অংশগ্রহণের বিষয়ে সত্যতা পাওয়া গেছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার গতকাল বিকেলে তাঁদের বাড়িতে যান। এরপর তিনি ওই ১০টি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। এর মধ্যে ৮টি বাড়ি মাধবপুর পৌর শহরে এবং ২টি বাড়ি গ্রামে অবস্থিত।
আয়েশা আক্তার বলেন, ‘এই ১০ জন ছাড়াও আরও কয়েকজন জানাজায় অংশ নিয়েছিলেন বলে খবর পেয়েছি। তাদের সন্ধান করা হচ্ছে। এসব ব্যক্তির বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হবে।’