• এপ্রিল ২০, ২০২০
  • লিড নিউস
  • 695
এক দিনে হবিগঞ্জে করোনা আক্রান্ত ১০

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে এক দিনেই করোনা ভাইরাস (কোভিট-১৯) এ আক্রান্ত হয়েছেন ১০ জন।

সোমবার (২০ এপ্রিল) রাতে এ বিষয়টি নিশ্চিত করেন, হবিগঞ্জ সিভিল সার্জন ডা: মুস্তাফিজুর রহমান।

আক্রান্ত ১০ জনের মধ্যে লাখাই উপজেলায় ৩জন, বানিয়াচং উপজেলায় ৩ জন, বাহুবল উপজেলায় ১জন, আজমিরীগঞ্জ উপজেলায় ২জন ও চুনারুঘাট উপজেলায় ১জন।

জানা যায়, সোমবার ওসামনী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় এই ১০ জন সনাক্ত হন, আক্রান্তদের এলাকা লকডাউনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এরআগে সিলেট বিভাগের কোথাও এতো সংখ্যক করোনা আক্রান্ত রোগী সনাক্ত হননি। রোববার পর্যন্ত সিলেট বিভাগের ৪ জেলা মিলিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ৮। তবে সোমবার একদিনেই বিভাগের মোট আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে যায় হবিগঞ্জ।

তবে হবিগঞ্জে ১০ জন আক্রান্তের বিষয়ে এখনো কোনো তথ্য পাননি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান।