- এপ্রিল ২০, ২০২০
- শীর্ষ খবর
- 697
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত তরুনী ফেরদৌসী বেগম (২৩) বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামের প্রয়াত আব্দুর রাজ্জাকের মেয়ে।
রোববার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামে ঘটনাটি ঘটে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে দিকে ফেরদৌসী বেগমের মা ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ফেরদৌসী বাথরুমে গিয়ে তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। এর কিছুক্ষণ পর ওই তরুণীর ভাই বাথরুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তরুণী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য তার লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটি আত্মহত্যা না অন্য কিছু।