- এপ্রিল ২১, ২০২০
- শীর্ষ খবর
- 579
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, মঙ্গলবার আরও দুজনের করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। হবিগঞ্জে এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১৩ জন।
আক্রান্তদের মধ্যে একজন লাখাই উপজেলার আর অন্যজন আজমিরীগঞ্জ উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (২১ এপ্রিল) ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষায় এদের শরীরে করোনা সনাক্ত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় দু’জন করোনা আক্রান্ত সনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ওসমানীতে ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে দুজনের রিপোর্ট পজেটিভ এসেছে।
এছাড়াও সিলেটে ৫ জন, মৌলভীবাজারে ১ জন ও সুনামগঞ্জে ১ জন রোগী সনাক্ত হয়েছেন।
4 - 4Shares