• এপ্রিল ২২, ২০২০
  • শীর্ষ খবর
  • 749
করোনার উপসর্গ নিয়ে শামসুদ্দিন হাসপাতালে ২ জন  ভর্তি

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও দুইজন ভর্তি হয়েছেন।

সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকা থেকে মঙ্গলবার রাতে তারা হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে করোনার উপসর্গ নিয়ে আরও দুইজন হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন ভর্তি হওয়াদের দুজনই সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকার বাসিন্দা। এই দুইজন নিয়ে বর্তমানে মোট ১৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

করোনা আক্রান্ত যে চারজন হাসপাতালে ভর্তি আছেন তাদের শারীরিক অবস্থাও ভালো বলে জানান ডা. সুশান্ত।