- এপ্রিল ২২, ২০২০
- বিজ্ঞপ্তি
- 656
নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতিতে সিলেটের মেজরটিলায় স্বেচ্ছাসেবী সংগঠন রেঁনেসা যুব সংঘের উদ্যোগে তৃতীয় দফায় ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেজরটিলা জাহানপুর এলাকায় ১৬৫টি পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনের সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ থেকে সংগঠনের পক্ষ থেকে দুই দফায় এলাকার গরীব ও অসহায় ১৬৫টি পরিবারকে সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার তৃতীয় দফায় আসন্ন রমজান এবং করোনা পরিস্থিতির জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুয়েব বক্ত শিহাব, সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু, সংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রনি, সহ সাংগঠনিক সম্পাদক সুয়েজুল ইসলাম খোকন এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের সভাপতি সুয়েব বক্ত বলেন, করোনা পরিস্থিতিতে অনেকেই পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়েছেন। এমন অবস্থায় আমরা সংগঠনের কর্মীরা নিজেদের এবং প্রবাসী সদস্যদের সহায়তায় ফান্ড তৈরি করে অসহায়দের সহায়তার উদ্যোগ নিয়েছিলাম। এরই অংশ হিসেবে দুই দফা ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার রমজানকে সামনে রেখে জাহানপুর এলাকার ১৬৫ পরিবারকে ১৫ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।