• এপ্রিল ২৩, ২০২০
  • শীর্ষ খবর
  • 863
ক‌রোনার উপসর্গ নি‌য়ে শামসুদ্দিন হাসপাতালে একজনের মৃত্যু

নিউজ ডেস্কঃ ক‌রোনার উপসর্গ নি‌য়ে ভ‌র্তি হওয়ার ক‌য়েক ঘণ্টার ম‌ধ্যে ‌সি‌লে‌টে শহীদ শামসু‌দ্দিন আহমদ হাসপাতা‌লে একজন মারা গে‌ছেন।

বৃহস্প‌তিবার (২৩ এপ্রিল) রাত ৮টার দি‌কে তি‌নি মারা যান।

তিনি বৃহস্পতিবার বি‌কেল ৪টার দি‌কে মৌলভীবাজা‌রের বড়‌লেখা উপ‌জেলার বা‌সিন্দা ওই ব্য‌ক্তি‌কে শহীদ শামসু‌দ্দিন হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছিল। সিলেটের এই হাসপাতালকে করোনা আইসোলেশন সেন্টার ঘোষণা করে করোনা আক্রান্ত ও করোনার লক্ষ্মণ থাকা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

মারা যাওয়া ব্য‌ক্তির জ্বর-স‌র্দি ছিল ব‌লে জা‌নি‌য়ে‌ছেন শহীদ শামসু‌দ্দিন হাসপাতা‌লের আবাসিক চি‌কিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র। তি‌নি ব‌লেন, মারা যাওয়ার পর ক‌রোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ ক‌রে রাখা হ‌চ্ছে।

বড়‌লেখা উপ‌জেলা প্রশাস‌নের স‌ঙ্গে যোগা‌যোগ ক‌রে নিহ‌তের লাশ গ্রা‌মের বা‌ড়ি‌তে দাফ‌নের জন্য পাঠা‌নোর উ‌দ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে ব‌লে জানান ডা. সুশান্ত।