• এপ্রিল ২৩, ২০২০
  • জাতীয়
  • 582
দেশে চার হাজার ছাড়ালো করোনা আক্রান্ত রোগী, নতুন মৃত্যু ৭ জন

নিউজ ডেস্কঃ নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১৪ জন , মারা গেছেন আরও ৭ জন ।

এ নিয়ে দেশের মৃতের সংখ্যা দাড়ালো ১২৭ জন, আর সর্বমোট আক্রান্ত ৪১৮৫ জন । নতুন করে সুস্থ হয়েছে জন, সর্বমোট ১০৮ সুস্থ হয়েছেন জন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

গত ডিসেম্বরের শেষে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। চীন পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে উঠলেও এখন ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সাড়ে ২৬ লাখ ৩৯ হাজারেরও বেশি। মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৮৪ হাজার। তবে প্রায় সাত লাখ ২২ হাজার রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।