• এপ্রিল ২৩, ২০২০
  • বিজ্ঞপ্তি
  • 779
তিন শতাধিক পরিবারের মধ্যে হাসান আহমদ চৌধুরীর খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্কঃ জকিগঞ্জ উপজেলার শাহবাগ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হাসান আহমদ চৌধুরীর নিজস্ব অর্থায়নে মহামারি করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) খাদ্য বিতরণ কার্যক্রমের দ্বিতীয় ধাপে বারহাল ইউনিয়নের (কচুয়া ব্যতীত) সকল ওয়ার্ডের কর্মহীন অসহায় তিনশত পরিবারের মাধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

খাদ্য সামগ্রী বিতরণ কালে হাসান আহমদ চৌধুরী বলেন, করোনা ভাইরাসের ভয়াবহতায় লকডাউন চলাকালে চরম দুর্ভোগে পরেছেন কর্মহীন মানুষজন। দেখা দিয়েছে খাদ্য সংকট। আমাদের সবারই উচিত এসব অসহায় মানুষের পাশে দাড়াঁনোর। আমি আমার সমার্থ্য অনুযায়ী অসহায় মানুষদের পাশে দাড়িয়েছি। আমি আশা করি সমাজের বিত্তবান মানুষজনিএই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াবেন।

তিনি বলেন, চলতি সপ্তাহে প্রথম ধাপে লকডাউনে থাকা অসহায় মুনেষর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছিলাম, আজ দ্বিতীয় ধাপে বারহালের তিনশত পরিবারের খাদ্য সামগ্রী করলাম এবং আগামী সাপ্তাহে তৃতীয় ধাপে কচুয়া গ্রামসহ বারহাল ইউনিয়নের এসব কর্মহীন মানুষের মধ্যে আবারও খাদ্য বিতরণ করবো।