- এপ্রিল ২৩, ২০২০
- শীর্ষ খবর
- 953
বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার তারাসই গ্রামে সংঘর্ষে গুরুতর আহত লস্কর মিয়া (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
নিহত লষ্কর মিয়া ওই এলাকার মৃত আছান উল্লাহর পুত্র।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল মঙ্গলবার বিকালে রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে তারাসই গ্রামের ওয়াহেদ মিয়া ও আলিম উল্লাহর মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।প্রায় দু’ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলা কালে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হন। এ সময় টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় লস্কর মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারগণ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বৃহস্পতিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় টেটাবিদ্ধ লস্কর মিয়া মারা যান।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত জানান,শুনেছি তারাসই গ্রামে সংঘর্ষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত লোকটি মারা গেছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ থানায় আসেনি।
উল্লেখ্য, ২০০৩ সালে এক সংঘর্ষে ওই গ্রামে ৩জন নিহত হন। এ নিয়ে চলে হামলা-মামলাও লুটপাট। এতে অর্থনৈতিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হন উভয় পক্ষের লোকজন। এসব মামলা কোর্টে এখনো বিচারাধীন আছে। এ ঘটনার ১৭ বছর পর আবারও তারাসই গ্রামে খুন হলো।