• এপ্রিল ২৪, ২০২০
  • শীর্ষ খবর
  • 621
চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা

নিউজ ডেস্কঃ বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান।

শুক্রবার ২৪ এপ্রিল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মপ্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ শেখ মো. আবদুল্লাহ।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় জামালপুর ও ময়মনসিংহে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। চাঁদ দেখা যাওয়ায় আগামী ২০ মে বুধবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের এখানে রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেটা সংশ্লিষ্টদের জানিয়েও দেয়া হয়েছে।’