• এপ্রিল ২৪, ২০২০
  • শীর্ষ খবর
  • 639
পাঠানটুলায় গ্যাস সিলিন্ডার বিস্ফারণে অগ্নিকান্ড

নিউজ ডেস্কঃ সিলেটে নগরীর পাঠানটুলার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে একটি বাসায় অগ্নিকান্ডের গটনা ঘটেছে। এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টার মধ্যেই আগুন নেভাতে সক্ষম হন। ফলে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

শুক্রবার সকাল ৯ টার দিকে পশ্চিম পাঠানটুলার দর্জিপাড়ার হারুন মিয়ার বাসায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণ করে।

জানা গেছে, গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ করে টিন শেডের ঐ বাসায় আগুন লেগে যায়। খবর পেয়ে এলাকার লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।