• এপ্রিল ২৪, ২০২০
  • শীর্ষ খবর
  • 494
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।

বৃহস্পতিরবার রাতে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. কেএম মোস্তাফিজুর রহমান বিষটি নিশ্চত করেছেন। এর পর থেকেই সেচ্ছায় ওই ব্রাদার হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক মামুন জানান, ২১ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার রাত পৌনে ১২ টায় রিপোর্ট আসলে জানতে পারি স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা পজিটিভ। ওই স্বাস্থ্যকর্মীর শরীরে করোনার কোন উপসর্গ ছিল না। একারনে অনেকটা চিন্তিত হাসপাতালে কর্মরতরা। তবে কোরোনা পজিটিভ নিশ্চত হওয়ার পরই তিনি সেচ্ছায় কোয়ারেন্টিনে চলে গেছেন। এতে হাসপাতালের চিকিৎসা সেবায় কোন প্রভাব পড়বে না।

স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, শুক্রবার সকালে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে নিয়ে আসা হয়েছে স্বাস্থ্যকর্মীকে। এর আগে উপজেলার ঘিলাতলী গ্রামে এক নারী করোনা পজিটিভ পাওয়া গেলে বুধবার রাতে বাড়ি থেকে হবিগঞ্জ সদর হাসপাতেলর আইসোলেশন সেন্টারে প্রেরণ করা হয়। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে এই প্রথম কোন করোনা রোগী ভর্তি করা হয়।