- এপ্রিল ২৪, ২০২০
- শীর্ষ খবর
- 802
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘন্টায় সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ৮ জন রোগী সনাক্ত করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজের করোনা বিশেষায়িত ল্যাবে ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৮ জনের করোনা ফলাফল পজেটিভ আসে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তবে আক্রান্ত ৮ জনের মধ্যে সিলেট জেলার কেউ নেই। আক্রান্তরা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১ জন, রাজনগর উপজেলার ১জন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ জন, ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৪জন ও লাখাই উপজেলার ১জন।
এনিয়ে সিলেট বিভাগে মোট ৫৭ জন করোনা রোগী শনাক্ত হলেন। এরমধ্যে এক চিকিৎসকসহ দুজন মারা গেছেন। শুক্রবার ওসমানীতে পরীক্ষায় ৮ জনের করোনা পজেটিভ আসে।