• এপ্রিল ২৫, ২০২০
  • শীর্ষ খবর
  • 659
সিলেটে করোনা আক্রান্ত সনাক্ত আরও ২

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ২ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে।
আক্রান্তদের সিলেট হবিগঞ্জ ১ ও মৌলভীবাজার ১জন। একদিনেই সিলেটে ২২ জন করোনা আক্রান্ত সনাক্ত হলেন।

শনিবার (২৫ এপ্রিল) রাতে ওসমানীতে পরীক্ষায় দুইজন শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করে এই হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায়
বলেন, শনিবার ওসমানীর ল্যাবে মোট ১৭৮টি পরীক্ষা করানো হয়। এরমধ্যে ২টি পজেটিভ আসে। শনাক্ত হওয়া দুই রোগী হবিগঞ্জ ও মৌলভীবাজারের বলে জানান তিনি।

এরআগে শনিবার সন্ধ্যায় হবিগঞ্জের আরও ২০ রোগীর করোনা পজেটিভ শনাক্ত হওয়ার কথা জানান হবিগঞ্জের হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল। এসব ব্যক্তির নমুনা ঢাকায় পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি।

এনিয়ে হবিগঞ্জে মোট ৪৭ জন করোনাভাইস আক্রান্ত রোগী শনাক্ত হলেন। আর পুরো বিভাগে এ সংখ্যা ৭৫।

  • 124
  •  
  •  
  •  
  •  
  •  
    124
    Shares