• এপ্রিল ২৫, ২০২০
  • শীর্ষ খবর
  • 961
হবিগঞ্জে চিকিৎসকসহ ২০ জন করোনা আক্রান্ত সনাক্ত

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলায় নতুন করে আরও চিকিৎসকসহ ২০ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী সনাক্ত হয়েছে ৪৬ জন।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নতুন ২০ রোগী করোনা পজেটিভ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. কেএম মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ঢাকায় আইইডিসিআর থেকে রিপোর্ট পাঠানো হয়েছে। সেখানে নতুন করে ২০ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসক রয়েছেন। এছাড়া বাকিদের মধ্যে অধিকাংশই শহর ও সদর উপজেলার বাসিন্দা।