- এপ্রিল ২৫, ২০২০
- মৌলভীবাজার
- 712
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন এক নারী (৬৫) মারা গেছেন।
শনিবার (২৫ এপ্রিল) সকাল সাতটা ৪০ মিনিটে তিনি মারা যান। গতকাল শুক্রবার তাঁকে হাসপাতালে নিয়ে আসা হলে শ্বাসকষ্ট থাকায় আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তাঁর বাড়ি শ্রীমঙ্গল উপজেলায়।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তিন দিন ধরে ওই নারীর বমির সমস্যা ছিল। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে। শ্বাসকষ্ট থাকায় তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরিবারের লোকজন জানিয়েছেন, এর আগে তাঁর শ্বাসকষ্টের কোনো সমস্যা ছিল না।
২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক পার্থ সারথি দত্ত কানুনগো শনিবারবলেন, চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন চিকিৎসক মো. তওহীদ আহমদ শনিবার বলেন, রোগীর শ্বাসকষ্ট ছিল। করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।