• এপ্রিল ২৬, ২০২০
  • শীর্ষ খবর
  • 609
ছাতকে ৫টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন

ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার ছাতকের ইউনিয়নের চরমাধব গ্রামের ঢাকা ফেরত ৫ জনের বাড়ী লকডাউন করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) বিকালে স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে বাড়িগুলো লকডাউন করে প্রশাসন।

গ্রামের আব্দুল কবিরের পুত্র সাদেক আহমদ ও আব্দুল কাদির, বাদশাহ মিয়ার পুত্র নূর আহমদ, রুহুল আমিনের পুত্র রিপন মিয়া ও আব্দুস সালামের পুত্র মাজেদ আহমদের বাড়ি লকডাউন করে তাদেরকে ১৪দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য নুরুজ্জামান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিমের ওমর আলী, জাহিদুল বারী সুহেল, আফজাল হোসাইন, আলমগীর আহমদ, মোহাম্মদ আলী, আবুল সুফিয়ান সুফি, ফয়জুল ইসলাম, মঈন উদ্দিন, শামীম আহমদ, আব্দুল মান্নান ও জামিল রানা।

ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।