- এপ্রিল ২৮, ২০২০
- শীর্ষ খবর
- 615
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় একই গ্রামের তিন যুবকের করোনাভাইরাস (কোভিট-১৯) পজেটিভ এসেছে।
গতকাল সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের ১১ জনের পজেটিভ রিপোর্ট আসে।
তাদের তিনজনই দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এবং সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. সামছুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় স্বাস্থ্যকর্মী জানান, ওই তিন যুবক ঢাকা, ভৈরব ও নরসিংদীতে কর্মরত ছিলেন। গত ১৫-২০ দিন আগে তারা বাড়িতে আসেন। তাদের মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে তাদের নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।
এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, আক্রান্তরা বাড়ি আসার পর তাদেরকে হোমকোয়ারেন্টিনে থাকতে বলা হলেও তারা সেটি পুরোপুরি মানেননি। তাদেরকে অবাধে চলাফেরা করতে দেখা গেছে।