• এপ্রিল ৩০, ২০২০
  • জাতীয়
  • 556
দেশে নতুন করোনা শনাক্ত ৫৬৪, মৃত্যু ৫ জন 

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনা আইরাসে আক্রান্ত মোট ৫৬৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। নতুন করে মারা গেছেন আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৬৮ জন।

দেশে করোনা ভাইরাস (কোভিট-১৯) রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৭ হাজার ৬৬৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১০ জন। দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ১৬০ জন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৯৬৫টি। পরীক্ষায় পাওয়া ফলাফলে দেখা গেছে, নতুন করে ৫৬৪ জনের শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি রয়েছে।এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬৬৭ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬৮ জন। মৃতদের মধ্যে পুরুষ তিনজন আর নারী দুজন। এদের মধ্যে একজন সাংবাদিক ও একজন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন। হাসপাতাল থেকে মোট ১৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর ঢাকায় হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯৫ জন। এখন পর্যন্ত সর্বমোট ভর্তি আছেন ৯৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, বর্তমানে দেশে ২৯টি ল্যাবে পরীক্ষা চলছে। বেসরকারি এভারকেয়ার হাসপাতালের পরীক্ষার তথ্যও যুক্ত হয়েছে। আরও অনেক বেসরকারি হাসপাতাল কোভিড-১৯ পরীক্ষার জন্য আবেদন করেছে। তারা শর্ত পূরণ করলে অনুমোদন দেওয়া হবে।