- মে ১, ২০২০
- শীর্ষ খবর
- 697
বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ১ম ধাপে ৩ জন শ্রমিক,২য় ধাপে ১ জন সহকারি কমিশনার (ভূমি) ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ৩য় ধাপে সোনালী ব্যাংকের ম্যানেজার করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। উপজেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫জন।
শুক্রবার (১ মে) বিকালে সিলেট থেকে পাঠানো তথ্যে বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাদী মোহাম্মদ শাহপরাণ।
তিনি জানান, এ পর্যন্ত বানিয়াচং উপজেলা থেকে ২ শত ২০ জনের নুমনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে মোট আক্রান্ত হয়েছেন ৫ জন।