- মে ৩, ২০২০
- শীর্ষ খবর
- 2363

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর সুবিদবাজার থেকে ছিনতাইকৃত পাথর বোঝাই ট্রাকসহ রুমন চৌধুরী (৩১) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। রুমন নুরানী ৭ সুবিদবাজার এলাকার কয়ছর মিয়ার পুত্র।
শনিবার (২ মে) রাত ১২ টার দিকে নগরীর কালিবাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় ছিনতাইকারীর অপর সহযোগী পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সিলেট সদরের ধোপাগুল এলাকা থেকে পাথর বোঝাই করে একটি ট্রাক সুবিদ বাজারে আসা মাত্র গতিরোধ করে ট্রাকটি ছিনতাই করে রুমন ও তার সহযোগীরা । পরে ট্রাকটি নগরী কালিবাড়ি নিয়ে গেলে জালালাবাদ থাকার এক দল পুলিশ ট্রাকসহ ছিনতাইকারী রুমনকে আটক করে। পরে রবিবার (৩মে) বিকেলে আটক ছিনতাইকারী রুমকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা আটকের সত্যতা নিশিচ করে বলেন, ছিনতাইকারী রুমন ও ছিনতাইকৃত ট্রাকটি বর্তমানে বিমানবন্দর থানা হেফাজতে রয়েছে । তার বিরোদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।