• মে ৪, ২০২০
  • শীর্ষ খবর
  • 541
কুমারগাঁওয়ে বাসের চাকায় পিষ্ট মোটরসাইকেল, গুরুতর আহত ২

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর কুমারগাঁওয়ে বাসের চাকায় পিষ্ট মোটরসাইকেল, দুই আরোগী গুরুতর আহত।

আহতরা হলেন, আব্দুল মুমিন (২৫) ও আশরাফুল (৩০), তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

সোমবার (৪ মে) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার সাথে সাথে বাস চালক সুমন আহমদ পালিয়ে যায়। তাকে জনতা আটক করতে পারেনি। তবে বাস উদ্ধার করা হয়েছে। যার নং- ঢাকা মেট্রো-ব ১১-৯৬২৪।
জানা যায়- সুমন মুলত বাসের ড্রাইভার নয়। সে লেপ তোষকের দোকানদার। শখের বশে বাস চালাতে এসে রং সাইটে গিয়ে মোটরসাইকেলের উপরে তুলে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান- গুরুতর আহত আব্দুল মোমিনের পা ভেঙ্গে গেছে, আশরাফুলের অবস্থাও আশঙ্কাজনক। পুরো মোটরসাইকেল বাসের নিচে পড়ে ধুমড়ে মুচড়ে যায়।

এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি অকিল আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।