• মে ৬, ২০২০
  • শীর্ষ খবর
  • 1143
বানিয়াচংয়ে সংঘর্ষে গুরুতর আহত মহিবুরকে সিলেটে প্রেরণ

বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের বাসিয়াপাড়া এলাকায় সংঘর্ষে গুরুতর আহত মহিবুর রহমানকে (৩২) মুমূর্ষুবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার (৬ মে) বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সিলেটে ওসমানী মেডিকেলে প্রেরণ করেন।

গত ৫ মে মঙ্গলবার সকালে বাসিয়াপাড়া মাদ্রাসার মসজিদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরে বাসিয়াপাড়া গ্রামে নামাজ পড়াকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে মহিবুর রহমান নামে নিরীহ এক কৃষককে কুপিয়ে গুরুতর আহত করেছে শাহজাহান মিয়া গংরা। মহিবুর রহমানকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মহিবুরের মাথায় ১৮টি সেলাই দেওয়া হয়েছে। দাঙ্গাবাজ শাহজাহান মিয়া একই এলাকার মাহতাব মিয়ার পুত্র।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসাইন জানান, আহত মহিবুরের পক্ষ থেকে মামলা দিলে দ্রুত আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।