- মে ৬, ২০২০
- শীর্ষ খবর
- 735
নিউজ ডেস্কঃ সিলেটে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৫ জন। তারা সবাই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
পরপর দু’টি টেস্টে তাদের রিপোর্ট নেগেটিভ আসার কারণে আজ বুধবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয় তাদের।
এ তথ্য জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, ‘এ পর্যন্ত শামসুদ্দিন হাসপাতালে ১৯জন করোনা পজিটিভ রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৫ জন সম্পুর্ণ সুস্থ হয়ে উঠেছেন। তাদের পরপর দু’টি টেস্ট নেগেটিভ এসেছে। তারা সবাই পুরুষ বলে জানিয়েছেন তিনি।’
বুধবার দুপুরে এ ৫জনকে ছাড়পত্র প্রদান করা হয়।
এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনা আক্রান্ত হয়েছে আড়াই শতাধিক। মারা গেছেন চারজন।