- মে ৬, ২০২০
- শীর্ষ খবর
- 711

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের বিস্তার রোধে সিলেট জেলাকে লকডাউন করা হয়েছিল এরই মধ্যে ময়মনসিংহ থেকে ট্রাকভর্তি মানুষ এসেছেন সিলেটে।
বুধবার (৬ মে) রাত ৯টার দিকে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ২০৯৪৭৩) সিলেট নগরীর রিকাবীবাজারে আসলে কোতোয়ালি থানার একদল টহল পুলিশ ট্রাকের গতিরোধ করে। এসময় ট্রাক তল্লাশি করে ভেতরে মানুষ দেখতে পান পুলিশ সদস্যরা।
পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, ময়মনসিংহ থেকে ৮ থেকে ১০ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ফাইলিংয়ের কিছু জিনিসপত্র নিতে এসেছেন। এগুলো নিয়ে তারা চলে যাবেন।
এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার জেদান আল মুসা।