- মে ৬, ২০২০
- শীর্ষ খবর
- 1024
নিউজ ডেস্কঃ সিলেটে করোনা ভাইরাসে নতুন করে এক চিকিৎসকসহ তিনজন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন।
বুধবার (০৬ মে) রাতে সিলেট ওসমানী মেডিকেলের পিসিআর ল্যাবে পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে।
সিলেট ওসমানী মেডিকেলের উপ-পরিচালক হিমাংশু লাল রায় তিনজনের আক্রান্তের ব্যাপারে নিশ্চিত জানান,
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেটে শনাক্ত হওয়াদের মধ্যে এক হৃদরোগ বিশেষজ্ঞ ও তার স্ত্রী রয়েছে। সম্প্রতি তারা আমেরিকা থেকে ফিরেছন।চিকিৎসকের শারীরিক অবস্থায় খারাপ হওয়ায় ঢাকার কুর্মিটুলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আক্রান্ত অপরজন হবিগঞ্জ জেলার এক সরকারী কর্মকর্তা।
সিলেট ওসমানী হাসপাতালের ল্যাবে আজ বুধবার ১৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনে করোনা পজিটিভ পাওয়া গেছে।